চলে গেলেন কবি উৎপল কুমার বসু


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৪ অক্টোবর ২০১৫

বাংলা ভাষার প্রখ্যাত কবি উৎপল কুমার বসু আর নেই। গতকাল শনিবার দুপুরে জীবনাবসান হলো পঞ্চাশ দশকের কলকাতার অন্যতম শক্তিমান এই কবির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কবির পরিবার সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে দিন কয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই গতকাল শনিবার দুপুর ২টা ২০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবির।

১৯৩৭ সালে পশ্চিমবঙ্গের ভবানীপুরে জন্ম উৎপল কুমার বসুর। পঞ্চাশের দশকে লেখালেখির শুরু। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ চৈত্রে রচিত কবিতা।

কাব্যশৈলী, অভিব্যক্তি এবং কবিতার কাঠামোর হাত ধরে অচিরেই জায়গা করে নেন পাঠকমনে। ২০১৪ সালে পান সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০০৬ সালে তাঁর কাব্যগ্রন্থ সুখ-দুঃখের সাথীর জন্য পান আনন্দ পুরস্কার। পুরী সিরিজ, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, সলমা জরির কাজ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

বাংলাদেশেও ছিলেন বহুল পঠিত। বিশেষ করে তরুণ কবিদের মধ্যে উৎপল কুমার বসু ভীষণ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-স্বজনদের মধ্যে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।