আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৭ জানুয়ারি ২০২০

কলকাতার নন্দিত গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত আবারও ঢাকায় আসছেন। মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের ৭ বছর পূর্তির অনুষ্ঠানে গাইবেন তিনি।

আগামী ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অঞ্জন দত্ত গান করবেন বলে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বরাতে জানা গেছে।

এর আগে গেল বছরের জুলাই মাসে নিজের প্রোডাকশন হাউজের ‘সেলসম্যানের সংসার’র প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অঞ্জন দত্ত। এছাড়াও বহুবার তিনি বাংলাদেশে পারফর্ম করে গেছেন। মূলত গান দিয়েই বাংলাদেশে নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন অঞ্জন।

দীর্ঘদিনের ক্যারিয়ারে বেলা বোস, শুনতে কি পাও, মালা, কাঞ্চনজংঘা এমন অসংখ্য গানের স্রষ্টা অঞ্জন দত্ত। নিজেই লেখেন নিজেই সুর করে গান। তার গানের অন্যতম শক্তি কথা। নান্দন্দিক কাব্যে তিনি গানে গানে তুলে আনেন প্রেম-বিরহ, জীবনবোধ, বন্ধুত্ব।

গানের বাইরে ১৯৯৮ সালে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। এছাড়া অভিনয় করছেন সিনেমার পর্দাতেও।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।