কবি হয়ে আসছেন অভিনেতা সজল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

আসছে একুশে বইমেলা। ফেব্রুয়ারিতেই মাসব্যাপী চলবে বই বেচাকেনার ধুম। আসবে নতুন নতুন বই, নতুন নতুন সব লেখকের অভিষেক ঘটবে। অনেক তারকারাও বই নিয়ে লেখক পরিচয়ে হাজির হন মেলায়।

তবে কী অভিনেতা আবদুন নূর সজলও কবি হিসেবে কবিতার বই নিয়ে আসছেন? না পাঠক। তেমন কোনো কিছুই নয়। সজল সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন কবি চরিত্রে। নাটকের নাম ‘প্রিয় কবিতা’।

লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে সজল এই নাটকে জুটি বেঁধেছেন সালহা খানম নাদিয়ার সঙ্গে। ‘প্রিয় কবিতা’ শিরোনামের নাটকটি পরিচালনা করছেন সরদার রোকন।

Nadia-01

সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সরদার রোকন বলেন, ‘৫ জানুয়ারি সকাল থেকে নাটকটির দৃশ্য ধারণ চলছে। খুব দ্রুত একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এটি।’

নাটকটি নিয়ে আবদুন নূর সজল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন পঙ্গু কবি। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা আমার প্রতিবাদী জীবনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।’

নাট্যকর মাহতাব হোসেন বলেন, ‘একজন কবির জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।