ভালোবাসা দিবসে আসবে কাশ্মীরি প্রেমিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। প্রেম করছেন কাশ্মীরি এক মেয়ের সঙ্গে। সেই প্রেমে আচ্ছন্ন তিনি। প্রেমিকাটি হলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি ‘কাশ্মীরি প্রেমিকা’ নামের একটি রোমান্টিক গল্পের নাটকে প্রেমযুগল হিসেবে দেখা যাবে তাদের।

লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটক নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

বিজ্ঞাপন

নাটকটি প্রসঙ্গে কাজী সাইফ বলেন, ‘গল্পটা নিটোল প্রেমের। তবে প্রেমটা এখানে উপস্থাপন করা হয়েছে ব্যতিক্রমী ভাবনায়। গল্পের মধ্যে কাশ্মীর বিষয়টা আছে। যদিও শুটিংটা আমরা ঢাকায় করছি। এখনই এর বেশি কিছু বলা যাবে না।’

পরিচালক জানান, গেল ৩ তারিখ থেকে উত্তরার বিভিন্ন স্পটে শুটিং হয়েছে নাটকটির। আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এই নাটক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে এই নাটক নিয়ে অভিনেতা মনোজ বললেন, ‘নামে ও গল্পে রোমান্টিকতা ভরপুর। তবে বেশ নতুন ভাবনার একটি গল্প। ভালোবাসার চমৎকার কিছু দিক ফুটে উঠবে এ নাটকে। দর্শকের পছন্দ হবে এটি।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেন, ‘কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। একটা নতুন চরিত্র অবশ্যই। কাজ করে আনন্দ পেয়েছি। প্রেমের সুন্দর উপস্থাপন ছিলো মাহতাব হোসেনের গল্পে। পরিচালকের নির্দেশনায় চেষ্টা করেছি গল্পটি ফুটিয়ে তুলতে।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।