খুলনায় ব্যবসায়ীদের প্রতিবাদ ধর্মঘট


প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ অক্টোবর ২০১৫

খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে এবং ফি কমানোর দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে খুলনায় ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন তারা।

কর্মসূচি চলাকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বক্তৃতা করেন ওয়াহিদুজ্জামান খান পল্টু, মো. আব্দুল গফফার, মো. আসাদুজ্জামান, মো. খুরশিদ আলম কাগজি, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা কেসিসি কর্তৃক অস্বাভাবিকহারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খুলনার সব শ্রেণির ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।