লাল টিপ দিয়ে বছর শুরু করলেন আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২০

নিজের প্রথম সিনেমা নিয়ে গত বছরের শেষ দিকে ব্যস্ত সময় পার করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তবে গানকে ছেড়ে নয়, ২০১৯ সালের শেষ দিন আসিফ আকবর ওই বছরের সর্বশেষ গানের মিউজিক ভিডিও ‘লাল টিপ’ শুটিং করেছেন।

আর এই গান দিয়েই শুরু হলো আসিফের নতুন বছর। একদিন পরে থার্টি ফাস্ট নাইট ১২টা ১০ মিনিটে প্রকাশ হয় ‘লাল টিপ’ মিউজিক ভিডিওটি । মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

এই গানের ভিডিওতে হাজির হয়েছেন আসিফ আকবর নিজেই। একঝাঁক তরুণ-তরুণী নৃত্যশিল্পী নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় সৌমিত্র ঘোষ ইমন। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

আসিফ আকবর বলেন, ‘কেউ ভিউ বিষয়ক চাপ নেবেন না প্লীজ। চটুল ধারার গান প্রযোজকদের ব্যবসায়িক কারনে পছন্দ বেশি। অনেকের ভাল লাগেনা তাই মন্তব্য করার সময় এরিস্টটলের মত ভাব চলে আসে। ইন্ডাস্ট্রী বিশটা বছর ধরে রেখেছি নিজের বুদ্ধি পরিশ্রম মেধায়, সঙ্গে ছিলেন একঝাঁক কুশলী।

যেখানে অর্থনীতির ব্যাপার সেখানে আঁতলামি চলেনা, তবুও চেষ্টা করেছি সুন্দর কথা সুরের গান করতে। যে গান শ্রোতার নিবে সেই গানই ভলো গান মনে করি । লাল টিপ সেই রকম একটি গান হয়েছে মনে করি । নতুন বছর শুরুটা লালটিপ দিয়ে শুরু হলো । শ্রোতাদের জন্য নতুন বছরে আমার ‘লাল টিপ’ উপহার দিলাম।’

সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ভালো একটি কাজ হলো , আশা করছি সবার গানটি ভালো লাগবে।’ লাল টিপ্ গানটি গেয়েছেন আসিফ আকবর, লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর করেছেন শ্রী প্রীতম ও সংগীত করেছেন জে কে মজলিশ।’

গানটির প্রসঙ্গে হাবিব রহমান বলেন, ‘বছরের শেষ মিউজিক ভিডিওটা আসিফ ভাইয়ের সাথেই করা হলো তাছাড়াও ভাইয়ের সাথে আমার এর আগেও প্রচুর কাজ হয়েছে। এবছরে অনেক কাজ করেছি আসিফ ভাইয়ের সাথে,দুই -দু বার করে গানটাও আমার করা, মজার বিষয় হচ্ছে একটু ওদিক -এদিক ছাড়া প্রায় আগের গানের টিমের মতোই এই গানটিতে অনেকেই আছেন।’

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।