আ. লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৩ অক্টোবর ২০১৫

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউছুফ আলী সেলিম ওরফে নিশাদ সেলিমকে গলা কেটে হত্যা মামলার আসামি মো. মাসুদকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাসুদ লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের নুরুজ্জামানের ছেলে। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ জুলাই রাতে যাকাতের কাপড় বিতরণ করে  লক্ষ্মীপুরের চরশাহীর গ্রামের বাড়ি থেকে নোয়াখালী ফেরার পথে আওয়ামী লীগ নেতা নিশাদ সেলিমকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে ওই হত্যা মামলার আসামি মাসুদকে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।