পারিশ্রমিকের বিচারে বলিউডের দশ দামি অভিনেত্রী
সব পরিশ্রমের পেছনে কিছু চাওয়া থাকে। আপনি যতই অর্থের মালিক হোন না কেনো; চাওয়াটা যদি হয় আর্থিক -তা দোষের কিছু নয়। অনেকে আবার এটাকে নিজের যোগ্যতার মাপকাটি হিসেবেও মনে করে থাকেন। বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের তারতম্য নিয়ে অনেকবারই মুখ খুলেছেন অভিনেত্রীরা। চলুন দেখে নেয়া যাক ২০১৫ সালের শেষে পারিশ্রমিকের নিরিখে বলিউডের প্রথম দশে জাগয়া পেয়েছে কোন কোন অভিনেত্রী।
১. কঙ্গনা রনওয়াত
জাতীয় পুরস্কার পাওয়ার পরও যাকে দু`বছর কাজ ছাড়া বসে ছিলেন। কুইন ছবির সাফল্যের পর থেকেই ঊর্ধ্বমুখী সেই কঙ্গনার কেরিয়ার। এই মুহূর্তের বলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী কঙ্গনা। পিছপ ছবি তার পারিশ্রমিক ১০ থেকে ১১ কোটি।
২. কারিনা কাপূর খান
বিয়ের পরই নায়িকাদের বলিউড কেরিয়ার শেষ। এই ধারণাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন কারিনা। শুধু বিবাহিত নন, বয়সও ৩৫। যা প্রথম সারির প্রায় সব অভিনেত্রীর থেকেই বেশি। তাও বছরের ব্লকবাস্টার বজরঙ্গী ভাইজানের নায়িকা কারিনাই। পিছু ছবিতে কারিনার পারিশ্রমিক ৯ থেকে ১০ কোটি।
৩. দীপিকা পাডুকোন
অভিনয় ক্ষমতা, ছবির বাণিজ্যিক সাফল্য, গ্ল্যামার সবদিক দিয়ে বিচার করতে গেলে দীপিকা পাডুকোনই যে বলিউডের এক নম্বর অভিনেত্রী তা আর আলাদা করে বলে দিতে হয় না। এই মুহূর্তে দীপিকার পারিশ্রমিক ৮ থেকে ৯ কোটি। তার হাতে এনডর্সমেন্টের সংখ্যাও সর্বাধিক।
৪. প্রিয়াঙ্কা চোপড়া
এই মুহূর্তে বলিউডের সবথেকে বর্ণময় অভিনেত্রী তিনি। ঝিলমিল থেকে মেরি কম হয়ে ওঠার কৃতিত্ব রয়েছে, রয়েছে জাতীয় পুরস্কারের সম্মানও। প্রিয়াঙ্কার পারিশ্রমিক এখন ৮ থেকে ৯ কোটি।
৫. বিদ্যা বালান
বলিউডের সবথেকে নাকউঁচু অভিনেত্রী বিদ্যা। চিত্রনাট্যে তার চরিত্রই সর্বেসর্বা না হলে সেই ছবিতে কাজ করেন না বিদ্যা। সুবিচারও করেন সব চরিত্রের সঙ্গেই। টানা ২ বছর কোনো ছবি হিট না হলেও ২০১৫ সালে দাঁড়িয়ে বিদ্যার পারিশ্রিমক ৬ থেকে ৭ কোটি।
৬. ক্যাটরিনা কাইফ
বলিউডে ১২ বছর কাটিয়েও আজও ক্যাটরিনা ছবির উপরি পাওনা। ব্লকবাস্টার ছবির আই ক্যান্ডি। সৌন্দর্য্য আর হিট ছবির জেরে ক্যাটরিনার পারিশ্রমিক এখন বিদ্যার কাছাকাছি। ৬ থেকে ৭ কোটি পারিশ্রিমক নিচ্ছেন ক্যাটরিনা কাইফ।
৭. অনুষ্কা শর্মা
প্রত্যেক ছবিতে নিজেকে প্রমাণ করছেন অনুষ্কা। বলিউডে পায়ের তলায় শক্ত মাটি পেয়ে গিয়েছেন অভিনয় ক্ষমতা, স্মার্টনেসের জোরে। ২০১৫ সালে তার পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি। আগামী দিনে তার পারিশ্রমিক যে বাকি প্রায় সকলকেই ছাপিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
৮. সোনাক্ষি সিনহা
মাঝের কয়েকটা বছর সোনাক্ষি ছিলেন বলিউডের লক্ষ্মী। যেই ছবিতেই তিনি থাকতেন সেই ছবিই অন্তত ১০০ কোটির ব্যবসা আনতো। তাই চড়চড় করে বেড়েছিল সোনাক্ষির পারিশ্রমিক। এখন সেই বাজার না থাকলেও ২০১৫ সালেও সোনাক্ষির পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি।
৯. আলিয়া ভাট
বলিউডে মাত্র তিনটি ছবি করেছেন এই অভিনেত্রি। কিন্তু এর মধ্যেই আলিয়াকে ভবিষ্যতের সুপারস্টার দেখছেন অনেকেই। এখনই আলিয়ার পারিশ্রমিক ছবি পিছু ৩ কোটি। প্রযোজকরা খুশি খুশি দিয়েও দেন।
১০. পরিনীতি চোপড়া
এখনো সেরকম হিট ছবি নেই তার। তবে তাতে কী? ছবি হিট বা না হোক অভিনেত্রী পরিনীতি নিজের জাত চিনিয়ে দিয়েছেন অনেক আগেই। পরিনীতির পারিশ্রমিক এখন ৩ কোটি।
আরএস/পিআর