আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে সুরের পাখি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল চলতি বছরের ২২ জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। চোখের দেখায় তিনি নেই। তার গান ও সুর রয়ে গেছে বাংলার মানুষের ঘরে ঘরে।

সংগীতের এই দিকপালকে স্মরণ করে গান বাঁধলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। ‘তুমি আছো সবকটা জানালার পাশে/মিশে রবে সৃষ্টির বিজয় উল্লাসে/তোমার লেখা যতো অবিনাশী গান/যাদু ভরা সুরে নাচে অসুরের প্রাণ/ তোমায় ভুলি যদি কোনদিন /হবে চির নিন্দিত ভুল/তুমি বাংলার মুক্তিসেনা/সুরের পাখি বুলবুল’ এমন কথার গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে সম্প্রতি।

রাজীব এই গানটি নিয়ে বলেন, ‘বুলবুল স্যার বাংলা গানের প্রাণপুরুষ। তার অসাধারণ মৌলিক সৃষ্টিতে বাংলা গান বিশ্বে বেশ সমৃদ্ধ। গানটি করেছি মুরাদ নূরের উদ্যোগে। আমি সম্মানিত স্যারকে স্মরণ করার সুযোগ পেয়ে।’

গানের এই আয়োজন নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বরাবরই গুণীদের সাথে, তাদেরকে লালন করে কাজ করতে পছন্দ করি। গুণের সংস্পর্শে অনেক কিছু শেখা যায়। আজন্মকাল তাই শিখতে চাই। একজন বাঙালি সংস্কৃতিকর্মী হিসেবে বুলবুল স্যারের প্রতি আমাদের অনেক দায় আছে। বরেণ্য বাংলাদেশকে শ্রদ্ধা জানাতেই আমাদের সুরের পাখি সৃষ্টি।’

‘সুরের পাখি’ শিরোনামে মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে এমন কথার গানটি লিখেছেন এ এইচ পলাশ।

আসছে পহেলা জানুয়ারি ২০২০ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জন্মদিন উপলক্ষে জিসিরিজ এর ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।