মানবতার গল্প নিয়ে বড়দিনের নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। সারা বিশ্বে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন খ্রিস্টানরা। বাংলাদেশেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। দেশীয় টিভি চ্যানেলগুলোতে এ উপলক্ষে প্রচার হয় বিশেষ অনুষ্ঠানমালার। তারই ধারাবাহিকতায় বড়দিনের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ।

সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি সম্পর্কে নির্মাতা জয়ন্ত বলেন, ‘যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। যিশু খ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মুল ফোকাস পয়েন্ট। বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প।’

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘প্রতিটা জীবনই আসলে জীবনের জন্যই। জীবীত মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। যার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়েই মানুষের জন্য কাজ করতে পারে। এর জন্য প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি। এই গল্পে সেটাই বলতে চেয়েছি।’

নির্মাতা জানান, ২৫ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে নাটকটি দেশ টিভিতে প্রচারের কথা রয়েছে।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।