কাউকে অপমান করে কিছু বলিনি : মৌসুমী হামিদ


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০১ অক্টোবর ২০১৫

টেলিভিশনের এক অনুষ্ঠানে চলচ্চিত্র নৃত্য পরিচালকদের নিয়ে অপমানসূচক মন্তব্য করেছেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ। সম্প্রতি এমনই এক অভিযোগ এনেছেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। শোনা যাচ্ছে, সব প্রমাণ যোগাড় হলে এই অভিনেত্রীকে বয়কটের ডাক দেয়া হবে।

এদিকে এই খবর শুনে আকাশ থেকে পড়লেন মৌসুমী হামিদ। তিনি অবাক হয়ে বললেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

মৌসুমী জাগো নিউজকে বলেন, ‘এই ইস্যুটা অনেক পুরোনো। আমি জানিনা কারা কী কারণে নতুন করে বিষয়টি উস্কে দিচ্ছেন। এটি মাথাচড়া দিয়ে উঠেছিল গেলো রোজার ঈদের আগে। তখন সেই কথাগুলোর ভিডিও আমি অনেককেই দেখিয়েছি। এমনকি আমার ‘ব্ল্যাকমানি’ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি সাহেবকেও দেখিয়েছি। তারা ভিডিওটি দেখে আমাকে আশ্বাস্ত করেছিলেন যে এতে আমি দোষের কিছু বলিনি। এখনো বলছি আমি কাউকে অপমান করিনি। যারা প্রতিদিনি পরিশ্রম করে আমাদের শিল্পী হিসেবে সবার সামনে তুলে ধরেন তাদের নিয়ে কটাক্ষ করার মত বোকা আমি নই। আসলে আমরা অনেক সময়ই অনেক কথার মানে বুঝতে চেষ্টা করি না। তবে আমি স্পষ্ট করে বলছি, নৃত্য পরিচালকদের অপমান হয় এমন কোনো কথা আমি কোথাও বলিনি। যা হচ্ছে সেটা ভুল বোঝাবুঝি।’

মৌসুমী আরো বলেন, ‘যারা বলছেন প্রমাণ সংগ্রহ করছেন আমি তাদের বলতে চাই আমার কাছে আসুন। আমার কাছেই ওই অনুষ্ঠানের ভিডিও আছে। ভালো করে শুনুন আমি কী বলেছি। তারপর বিবেচনা করুন। শুধু শুধু আমার নামে বাজারে বাজে কথা ছড়িয়ে কী লাভ! আমরা এখানে কাজ করতে এসেছি; কাজ করতে চাই।’

এদিকে কাঁদা ছোড়াছুড়ি না করে দুই পক্ষকে এক টেবিলে নিয়ে বিষয়টির সুরাহা করা ‍উচিত বলে পরামর্শ দিচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের দাবি, চলচ্চিত্র সম্পর্কিত সংগঠনগুলো এই ব্যাপারে ভূমিকা রাখতে পারে। একজন শিল্পীর সাথে চলচ্চিত্র বিষয়ক কোনো সংগঠনের ভুল বোঝাবুঝি কখনোই কাম্য নয়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।