প্রশংসিত হয়েও সেন্সরে আটকে আছে ‘বিশ্বসুন্দরী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

বেশ আলোচনার জন্ম দিয়ে জুটি বেঁধেছিলেন নতুন প্রজন্মের হার্টথ্রব নায়ক সিয়াম আহমেদ ও মিষ্টি নায়িকা পরীমনি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ দিয়ে যাত্রা শুরু হয় এই জুটির। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে।

প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ছবির পোস্টার ও গান। সেগুলো বেশ ভালো সাড়া ফেলেছে দর্শকের মাঝে। কিন্তু জানা গেল, সেন্সরে আটকে রয়েছে ‘বিশ্বসুন্দরী’।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো, ডিসেম্বর মাসে মুক্তি পাবে সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। সেজন্য মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে দুইবার। কিন্তু মুক্তি পায়নি এখনো ছবিটি।

কারণ কী খোঁজ নিতে গিয়ে জানা গেল ‘বিশ্বসুন্দরী’ আটকে আছে সেন্সরবোর্ডে। সিনেমাটির কিছু কাজ অসম্পূর্ণ থাকায় এটি সেন্সর ছাড়পত্র পাচ্ছে না। আজ শনিবার (২১ ডিসেম্বর) জাগো নিউজকে এমন তথ্যই নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির।

তিনি বলেন, ‘গেল ২ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘বিশ্বসুন্দরী’। আমরা বোর্ডের সদস্যরা মিলে ছবিটি একবার দেখেছি। সেখানে লক্ষ করলাম ছবিটি বেশ ভালো গল্পে নির্মিত। কিন্তু সিনেমার কিছু কাজ শেষ হয়নি। ব্যাকগ্রাউন্ড বাকি রয়েছে। এজন্য সেন্সর ছাড়পত্র না দিয়ে আমরা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি।

সিনেমার কাজ শেষ করে জমা দিলে আমরা আবার দেখবো সিনেমাটি। আশা করি তখন অনুমতি দিতে কোনো সমস্যা হবে না।’

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ছবিটিতে কোনো আপত্তি পাওয়া যায়নি। কিছু টেকনিক্যাল কারণে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অসম্পূর্ণ ছিলো। তবে দুই একদিনের মধ্যেই সব সম্পূর্ণ করে আবার সেন্সরের জন্য আবেদন করবো।’

এর আগে গত ৩ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়।

ছোট পর্দার পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’-তে সিয়াম-পরিমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরাসহ আরও অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।