বিশ্বসাহিত্য কেন্দ্রে লালজমিন


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ অক্টোবর ২০১৫

মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক নাটক লালজমিন। শুক্রবার সকাল ১১টায় নাটকটি বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে মঞ্চায়ন হতে যাচ্ছে। এটি হবে নাটকটির ৮৫তম প্রদর্শনী।

শূণ্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনা ‘লালজমিন’ রচনা করেছেন দেশের অন্যতম নাট্যকার মান্নান হীরা। এর নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সংগীত পরিকল্পনা করেছেনে জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সংগীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা।

এবারের প্রদর্শনীর নেপথ্যে থাকবেন- সংগীত প্রয়োগে নিথর মাহবুব, আলোক প্রক্ষেপণে মনির, সার্বিক সহযোগিতায় তানভীর সানি ও মেহেদী হাসান।

দেশের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে বহুল প্রশংসিত ‘লালজমিন’ নাটকটি বর্তমানে বিভিন্ন স্কুল-কলেজে মঞ্চায়নের পরিকল্পনা গ্রহণ করেছে শূণ্যন থিয়েটার। ইতোমধ্যে বিভিন্ন স্কুল-কলেজের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। যেসব স্কুল-কলেজের কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটি তাদের ছাত্রছাত্রীদের দেখাতে আগ্রহী; তাদের শূণ্যনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘লালজমিন’র প্রথম মঞ্চায়ন হয়। মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’। স্বাধীনতা অর্জনই কেবল ‘লালজমিন’ এর সমাপ্তি দৃশ্য নয়- এর পরে যুক্ত হয়েছে বিগত ৪২ বছরে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি, যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবাণে জর্জরিত করে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।