জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ শওকত মাহমুদকে


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০১ অক্টোবর ২০১৫

সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে একটি মামলায় তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

বৃহস্পতিবার মামলায় ১০ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এমএম) মো. আতাউল হক তদন্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
 
উল্লেখ্য, ১৮ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
 
এর আগে শওকত মাহমুদকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বেশ কয়েকবার রিমান্ডে নেয়া হয়। ২০১৫ সালের শুরুতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো করা হয়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।