প্রচণ্ড শীতে মঞ্চ মাতালেন ডলি সায়ন্তনী
সারাদেশ কাঁপছে শীতের ঠান্ডা হাওয়ায়। দিনে সূর্যের দেখা নেই। রাতেও তাপমাত্রা কমে যায়। এমন শীতকালে দেশেজুড়ে চলে গানের আসর। এমনই এক আয়োজনে গান শোনাতে গিয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বুধবার রাতে গানে গানে প্রাণের ছোঁয়ায় টাঙ্গাইলের মির্জাপুরবাসীকে মাতিয়েছেন তিনি।
১৫ দিনব্যাপী বিজয় মেলার তৃতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ১২টি গান পরিবেশন করেন ডলি। বিজয়ের মাসে উপজেলা পরিষদ সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে। ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় মেলা মাঠে প্রতিদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিদিন মেলার পাশাপাশি সন্ধ্যায় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিন বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডলি সায়ন্তনী।
প্রথমে ফেরদৌস ওয়াহিদের আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, তার নিজের গাওয়া ‘কালিয়া রে কালিয়া’, ‘এই যুবক’সহ কণ্ঠশিল্পী তপন চৌধুরী, এন্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় ১২টি গান পরিবেশন করে হাজারো দর্শক মাতান ডলি।
এছাড়া মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ সায়েদুর রহমান ও সখিপুর থানার অফিসার ইনচার্জ আমীর হোসেন এবং সখিপুরের বাউলসঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন।
এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
সভায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকসহ জেলার আট থানার অফিসার্স ইনচার্জ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার রাতে বিজয় মঞ্চে ক্লোজআপ ওয়ান সেরা শিল্পী লিজা ও শারমিন দিপু গান পরিবেশন করবেন।
এমএবি/পিআর