বিসিএস ক্যাডারদের উদ্যোগে নির্মিত হলো মুক্তিযুদ্ধের টেলিছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের জন্ম হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এদিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি জাতি।
বিজয়ের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ‘৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন’র উদ্যোগে নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের গল্পনির্ভর টেলিছবি ‘কাসেম ডাকাত’। টেলিছবিটির মূল ভাবনায় খন্দকার লেনিন। এটি রচনা ও চিত্রনাট্য তৈরি করেছেন সাদাত রাসেল।
টেলিছবিটি নির্মাণ করেছেন রাসেল আজম। অভিনয় করেছেন তারিক আনাম খান, সুষমা সরকার, খন্দকার লেনিন, মাহমুদুল ইসলাম মিঠু, সঞ্চিতা দত্ত, মুকুল সিরাজ, ফারগান মিল্টন, শিকদার মুকিত, দাউদ নূরসহ অনেকে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিছবিটি।
টেলিছবিটি প্রচারের আগেই ৩১তম বিসিএস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মণ্ডলে টেলিছবিটির ‘প্রিমিয়ার শো’ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে তুলে ধরা হবে এই টেলিছবিটি নির্মাণের পেছনের গল্প।
এমএবি/এলএ/এমএস