অভিভাবকদের শিক্ষা দিতে শাকিরার উদ্যোগ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০১ অক্টোবর ২০১৫

নিজে দুই সন্তানের মা। বার্সেলোনা তারকা জেরার্ড পিকের সাথে দাম্পত্য জীবনে তিনি দু’বছরের ছেলে মিলান এবং ন’মাসের মেয়ে সাশার জননী। তাই বাস্তবে মা হিসেবে যথেষ্ট অভিজ্ঞ পপ তারকা শাকিরা। এবার তিনি অন্যদেরকেও অভিজ্ঞ করতে সচেষ্ট হয়েছেন।

সম্প্রতি শাকিরা একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলেন যা অভিভাবকদের নিয়ে কাজ করবে।

শাকিরা জানিয়েছেন, ‘মা হিসাবে একজন নারীকে অনেক কিছুই শিখতে হয়। আমিও শিখি সুযোগ পেলেই। আমার মতো আরো অনেক মা আছেন যারা সন্তানদের বড় করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ চান। সেই ভাবনা থেকেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।’

শাকিরা আরো জানালেন, বিশেষত নতুন মায়েদের ক্ষেত্রে এই অ্যাপটি শিক্ষকের কাজ করবে। যারা একাই থাকেন, সন্তানের দৈনন্দিনের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। সন্তান অসুস্থ হলে তার প্রাথমিক চিকিৎসার বিষয়েও পরামর্শ দেবে অ্যাপটি। চলতি বছরের শেষের দিকে বাজারে আসবে এটি।  

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।