ভালো আছেন লাকী আখন্দ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০১ অক্টোবর ২০১৫

স্বনামধন্য সংগীত ব্যক্তিত্ব লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নানা রকম চেকআপ শেষে জানা গেছে, তার ক্যান্সারটি চতুর্থ পর্যায়ে (সর্বোচ্চ স্টেজ) রয়েছে।

সেখানে চিকিৎসকদের পরামর্শে তার অপারেশন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তাকে কেমোথেরাপি দেয়া হবে। শিল্পীর পরিবারসূত্রে জানা গেছে, বর্তমানে তিনি বেশ ভালো আছেন।

স্বনামধন্য গীতিকবি আসিফ ইকবাল লাকী আখন্দকে নিয়ে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘পরম করুনাময়ের অপার কৃপায় লাকী ভাই ভালো আছেন। আগামীকাল (বৃহস্পতিবার) তার সার্জেনের সঙ্গে দেখা করার কথা। সার্জারির জায়গাটা শুকালে তার এক সপ্তাহ দশ দিন পর থেকে শুরু হবে তার কেমোথেরাপি। এরমধ্যে একটা বাসা উনারা পেয়ে গেছেন। আগামী ৪ তারিখ লাকী ভাই আর তার কন্যা মাম্মিন্তি ওই বাসায় মুভ করবেন।’

সুস্থতা বোধ করার পর থেকেই নতুন করে গান করতে চাইছেন লাকী আখন্দ। এ বিষয়টি নিয়ে আসিফ ইকবাল লিখেছেন, ‘লাকী ভাইয়ের আজকে একটা কি-বোর্ড কিনতে যাবার কথা। ওখানে বসে গান সুর করবেন। বলেছেন আমাকে গান পাঠাতে!’

আসিফ ইকবাল স্ট্যাটাসের সাথে দুটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে গাছের তলায় এক ঝাঁক কবুতরের সাথে খেলা করছেন লাকী। আসিফ ইকবাল জানালেন, ‘ছবিটি ঈদের আগে ব্যাঙ্ককে তোলা। মাম্মিন্তি আর লাকি ভাই ঘুরতে বেড়িয়েছিলেন।’

আসিফ ইকবাল শিল্পীর দুর্দিনে তার পাশে থাকার জন্য সকল ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আপনাদের সবার আন্তরিকতায় আধুনিক বাংলা গানের কিংবদন্তি লাকি ভাই এ পর্যন্ত আসতে পারলেন। কৃতজ্ঞতা আপনাদের সবার জন্যে যারা দু:সময়ে তার পাশে ছিলেন। সবাই লাকি ভাইয়ের জন্যে দোয়া করবেন।’

উল্লেখ্য, লাকী আখন্দের চিকিৎসার জন্য অনেকেই নানাভাবে অর্থ সাহায্য করছেন। তার পাশে দাঁড়িয়েছেন সংগীতাঙ্গনের মানুষেরা। সেইসাথে এই মুক্তিযোদ্ধা সংগীতকারের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লাকী আখন্দ কালজয়ী অসংখ্য সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার যাদুকরী শিল্পের ছাপ লেগে আছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।