সিনেমার কথা শুনে অবাক শাবনূর, জানালেন কেন ফিরবেন না

লিমন আহমেদ
লিমন আহমেদ লিমন আহমেদ , বিনোদন প্রধান
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

অভিনয়ে ফিরছেন শাবনূর। রোববার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এমন ঘোষণাই দেয়া হলো। ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর ভক্তরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সিনেমায় ফিরবেন তিনি।

সেই আগ্রহে জাজের দেয়া ঘোষণা হৈ চৈ ফেলে দিয়েছে। তবে এ ব্যাপারে জানতে শাবনূরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জাগো নিউজের এ প্রতিবেদকের কাছে বিস্ময় প্রকাশ করেন! তার দাবি, নতুন সিনেমার ব্যাপারে কিছুই জানেন না তিনি।

শাবনূরের ভাষায়, ‘আমার সঙ্গে কেউই কোনো সিনেমার ব্যাপারে আলোচনা করেনি। আমি কিছুই বলতে পারবো না। জাজ হয়তো আমাকে তাদের ছবিতে ভাবছে। কিন্তু আমি কিছুই জানি না। কী ছবি, কী গল্প বা কী আমার চরিত্র। আগে আমার কাছে প্রস্তাব আসুক তারপর দেখা যাবে। জাজের সিনেমাগুলো আমার ভালো লাগে। যত্ন নিয়ে সিনেমা বানায়, দর্শককে দেখানোর সবরকম চেষ্টা তারা করে।’

তাহলে কবে দেখা যাবে সিনেমাতে এই প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সিনেমায় অভিনয় করার মতো পুরোপুরি ফিট নই আমি। চাইলে অভিনয় করতেই পারি। কিন্তু চাই না এভাবে পর্দায় হাজির হতে। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্থ আগে নিজের ফিটনেসটাকে সে অবস্থায় নিয়ে যেতে চাই। তার আগে ক্যামেরার সামনে যাবো না।

আমি অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে রয়েছি। তার পরামর্শ নিয়ে বেশ উন্নতি হচ্ছে শরীরের। আশা করছি দ্রুতেই নিজেকে ফিরে পাবো।’

অনেকদিন ধরেই থাইরয়েড ও ব্যাক পেইনের সমস্যায় আক্রান্ত শাবনূর। অস্ট্রেলিয়াতেই এর চিকিৎসা করছেন। বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে শাবনূর বলেন, ‘আল্লাহর রহমতে আমি অনেকটা সেরে উঠেছি। সবার কাছে দোয়া চাই যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সিনেমায় ফিরতে পারি। সিনেমাকে আমি খুব মিস করি। ক্যামেরা, লাইট, অ্যাকশন আর সিনেমার মানুষদেরও মিস করি।’

আলোচনা হচ্ছে জাজের নতুন ছবি ‘কাঁটাতারে বেড়া’-তে চিত্রনায়ক রিয়াজ বা ফেরদৌসের বিপরীতে দেখা যেতে পারে শাবনূরকে। শরীর ফিট হলে জাজের ছবি দিয়ে ফিরলে নিজের বিপরীতে শাবনূর কাকে চান? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘এটা তো আর আমার ইচ্ছের কোনো বিষয় নয়। নায়ক যেই হোক সিনেমার গল্প ও চরিত্র অনুযায়ী হওয়া জরুরি। রিয়াজ বা ফেরদৌস দুজনেই আমার প্রিয় অভিনেতা। তাদের সঙ্গে অনেক হিট-সুপারহিট সিনেমা রয়েছে আমার। দুজন বেশ গুণী অভিনেতা।’

এদিকে শাবনূর ৮ মাস পর গেল ২৬ নভেম্বর দেশে ফিরেছেন। দেশে এসে ছেলে আইজান নেহানকে নিয়ে পড়েছেন বিপাকে। তিনি জানান, ‘অস্ট্রেলিয়া পরিস্কার পরিচ্ছন্ন দেশ। কিন্তু আমাদের ঢাকা শহর তো ধুলোবালিতে ভর্তি। ছেলের সমস্যা হচ্ছে। কোথাও বের হওয়া যায় না ওকে নিয়ে। আমারও ঠান্ডার সমস্যা দেখা দিচ্ছে ধুলাবালির প্রকোপে। হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলে অনেক রকম ঝামেলাই আসলে পোহাতে হয়। অস্ট্রেলিয়া আর বাংলাদেশ সম্পূর্ণ দুই রকম আবহাওয়ার দেশ। একটু ভুগছি।’

শাবনূর জানান, আসছে ১৭ ডিসেম্বর তার জন্মদিন। পরিবার, বন্ধু-স্বজনদের সঙ্গে জন্মদিন কাটিয়ে আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন তিনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।