অভিনেতা মারুতি রাও আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯

অনেক সুপারহিট সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা ও চিত্রনাট্যকার গোলাপুডি মারুতি রাও। বৃহস্পতিবার চেন্নাইয়ে একটি হাসপাতালে তিনি ৮০ বছর বয়সে মারা গেছেন তিনি। প্রায় তিনশত দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমার চিত্রনাট্য নির্মাণের জন্যও খ্যাতিমান ছিলেন গোলাপুডি মারুতি রাও। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে তরঙ্গিনী, সংসারম চধরঙ্গম, ডক্টর চক্রবর্তী, কাল্লু প্রভৃতি। এই গুণী অভিনেতাকে সর্বশেষ দেখা যায় ২০১৯ সালের ‘জোড়ি’ নামের একটি তেলুগু সিনেমায়।

গোলাপুডি মারুতি রাওয়ের মৃত্যুতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর শোক প্রকাশ করেছেন। সুপারস্টার মহেশ টুইটারে লিখেন,‘তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অতুলনীয়। আমরা এক মহামূল্যবান সম্পদ হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকুন, স্যার।’

জানা গেছে, ১৯৩৯ সালের ১৪ এপ্রিল বিজয়নগর গ্রামে জন্ম হয় তার। বিশাখাপত্তনমে পড়াশোনা শেষে ১৯৫৯ সালে অন্ধ্র প্রভা নামের এক দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন। এরপর দুই দশক তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন। এর পাশাপাশি তিনি কলামিস্টও ছিলেন।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।