মিথিলা-সৃজিতের হানিমুনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। চলতি বছরজুড়েই আলোচনায় ছিলো তাদের প্রেম। বিয়ের মধ্য দিয়ে সেই আলোচনায় এসেছেন নতুন মোড়।

বর্তমানে নবদম্পতি রয়েছেন জেনেভায়। সেখানে একে অপরকে সময় দিচ্ছেন মধুচন্দ্রিমায়। ফাঁকে ফাঁকে দুজনে প্রকাশ করছেন ছবি। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে পড়ছে।

দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে গত ৬ ডিসেম্বর সাদাসিধে আয়োজনে বিয়ে সারেন মিথিলা-সৃজিত। তারা রেজিস্ট্রি করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিয়ের পরদিনই মিথিলাকে নিয়ে জেনেভায় উড়াল দেন সৃজিত।

তবে জেনেভায় আগে মেটাবেন মিথিলার পিএইডি ডিগ্রি সংক্রান্ত ঝামেলা। পিএইডি সংক্রান্ত যাবতীয় কাজ শেষের পর হানিমুন উদযাপনে মেতে উঠবেন তারা।

এদিকে শোনা যাচ্ছে আগামী মার্চ মাসে বিয়ের পর মিথিলা-সৃজিত দম্পতি বেশ বড় আয়োজনে একটি রিসেপশন পার্টি দেবেন। সেখানেই দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি থাকবেন দুই বাংলার অনেক তারকামুখ।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।