ফেনীতে ৯ যুবলীগ কর্মীর রিমান্ড মঞ্জুর
ফেনীতে অস্ত্রসহ র্যাবের হাতে আটক যুবলীগের ২৬ কর্মীর মধ্যে নয়জনকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়ে বাকি ১৭ জনকে জেল গেটে জিজ্ঞাসাবদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর আমলী আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বদিউল আলম এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্রসহ আটক যুবলীগের ২৬ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। আদালতে সিআইডি কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক গ্রেফতার নয় যুবলীগ কর্মীকে এক দিনের রিমান্ড ও বাকি ১৭ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ জাগো নিউজকে বলেন, বিজ্ঞ আদালত মামলার নয় আসামিকে রিমান্ড ও বাকিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে, ৬ জুন রাতে ফেনীর লালপোল এলাকায় গাড়ি বহর তল্লাশি করে পাঁচটি শর্টগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র্যাব। আটকরা হলেন, মো. আরাফাত হোসেন আসিফ, মো. নোমান, মো. হাসান, মো. শাহাদাত হোসেন, মো. কপিল উদ্দিন, মো. জেমী, মো. রবিউল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. সালেহ আহম্মদ, মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. ওমর ফারুক, মো. ইমরান হোসেন, মো. একরামুল হক, আবু বক্কর সিদ্দিক, জামাল উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. এনামুল করিম রাজিব, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ ডলার, মো. মঈনুদ্দীন, মো. আবুল কাশেম, মো. আবদুর রহমান রিন্টু, মো. সরোয়ার হোসেন, চালক মো. রবিউল হক লিটন ও মো. আবু তাহের।
জহিরুল হক মিলু/এমজেড/এমএস