নরসিংদীতে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সৃষ্ট সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। সোমবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন সদর উপজেলার সেরেন্দা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল ও সেরেন্দা পাশাপাশি দুটি গ্রাম। দীর্ঘদিন যাবৎ দুই গ্রামের লোকজনের মধ্যে ঠাণ্ডা বিরোধ চলছিলো।

গত রোববার ঈদ উপলক্ষে সেরেন্দা গ্রামের খেলোয়াড়রা কান্দাইল গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সেরেন্দা গ্রামের আল-আমিনসহ কয়েকজন খেলোয়াড় কান্দাইলের একটি বাড়ির টিউবয়েলে হাত-পা ধুতে গেলে সুযোগ পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে মারধর করা হয়। মার খেয়ে ফুটবল খেলোয়াড়রা নিজ গ্রাম সেরেন্দোয় ফিরে গিয়ে ঘটনাটি তাদের আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদেরকে জানায়। এ ঘটনার পর থেকেই উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই জের ধরে সোমবার বিকেলে সেরেন্দা গ্রামের লোকজন কান্দাইলে গেলে তাদের মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে সেরেন্দা গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে কান্দাইল গেলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন কান্দাইলের লোকজন। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কান্দাইল ও সেরেন্দা গ্রাম। এতে ধারালো অস্ত্রের আঘাতে সেরেন্দা গ্রামের কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫), তার ছোট ভাই আওলাদ হোসেন (৩২), জজ মিয়া (৩৬), সামাদ মিয়া (৫৫), মাসু মিয়া (২০) ও কান্দাইল গ্রামের হিরন মিয়াসহ (৩৫) কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে নিহত ব্যবসায়ী দেলোয়ার হোসেনের চাচা আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, কান্দাইলের লোকজন পূর্ব থেকেই আমাদের গ্রামের সঙ্গে ঝগড়া করতে ওৎ পেতে ছিল। তারই ধারাবাহিকতায় তারা রোববারে আমার গ্রামের ছেলেদের মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ করায় কান্দাইল গ্রামের রাজিব, টুকু, টিপু, আলমগীর, হিরণ, মুরাদ, শামীম, মিন্নত আলী ও শিপলুর নেতৃত্বে গ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর এই হামলা চালান।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মীর মো. বিল্লাল হোসেন (বিপিএম) জাগো নিউজকে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হতাহতদের সকলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সঞ্জিত সাহা/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।