বাবরি মসজিদ ও রাম মন্দির বিতর্ক নিয়ে কঙ্গনার সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৯

বলিউডের রুপালি জগতে নিজেকে প্রমাণ করে শক্ত অবস্থান গড়েছেন কঙ্গনা রানাওয়াত। তবে সমালোচনা আর কঙ্গনা হেঁটেছেন পাশাপাশি। ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় বিভিন্ন ইস্যুতে বেঁফাস কথাবার্তা বলে সংবাদের শিরোনাম হয়েছেন অনেকবার।

এবার আবারও ছবি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এই বলিউড তারকা। অযোধ্যার রাম মন্দির নিয়ে সিনেমা নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি।

ইসলাম ধর্মালম্বীদের দাবি অনুযায়ী জায়গাটি বাবরি মসজিদের আর হিন্দুদের দাবি অনুযায়ী এটি হিন্দু দেবতা রামের জন্মস্থান। তাই বাবরি মসজিদ ভেঙে এখানে রাম মন্দির নির্মাণ হবে। শত বছর ধরে চলে আসা এই দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি রায় দিয়েছে ভারতের আদালত।

এ ঘটনায় স্থানীয় এলাকায় বেশ উত্তাপ ছড়িয়েছে। এবার সে ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন কুইন খ্যাত কঙ্গনা। ছবির নাম ঠিক করা হয়েছে ‘অপরাজিতা অযোধ্যা’।

জানা গেছে আগামী বছরই রুপালি পর্দায় আসছে ছবিটি। ছবিটির স্ক্রিপ্ট তৈরির কাজ দেয়া হয়েছে বাহুবলী ছবির স্ক্রিপ্ট রাইটার কেভি বিজয়েন্দ্র প্রসাদকে। মুম্বাই মিররকে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আশির দশকে জন্মগ্রহণ করার পর থেকে ছোটবেলা কেটেছে উপসনার স্থান নিয়ে এই কোন্দল দেখে। ধর্মীয় বিবাদের উপরেও যে মানুষ ও মানবতা সত্য সে বিষয়টি ফুটিয়ে তুলতেই এ ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আরএএইচ/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।