কবিগুরুর বৌঠানের বিদেশ জয়
দেশ ছাড়িয়ে বিদেশ বিভূঁইয়েও প্রশংসিত হলো কবিগুরুর বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে তৈরি ছবি ‘কাদম্বরী’৷ ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির সম্মান পেল সুমন ঘোষের এ ছবি৷ সেরা অভিনেত্রী হলেন কঙ্কণা সেনশর্মা৷
এছাড়া ওই চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন অস্কার নমিনেশন পাওয়া ছবি ‘কোর্ট’-এর পরিচালক চৈতন্য তমহন৷
কাদম্বরীতে মদে আজও নেশাতুর বাংলা সাহিত্য৷ প্রবন্ধে-নিবন্ধে, মুখরোচক বইয়ে কবির বৌঠানকে আজও সময় সুযোগ পেলেই হাজির করেন লেখককূল৷ ‘জীবনস্মৃতি’ কিংবা ‘ছেলেবেলা’র পাতা ছাড়িয়েও আর দূরে দূরে গহিন কোন সম্পর্কের খোঁজে ডুবুরির মতো খলবলে সন্ধান আজও জারি আছে৷
সেই খোঁজ উঠে এসেছিল সিনে পর্দাতেও৷ পরিচালক সুমন ঘোষ কবি ও তার বৌঠানকে তুলে এনেছিলেন ছায়াছবিতে৷ সে ছবিই আবার বয়ে আনল সেরার স্বীকৃতি৷ ওয়াশিংটনে পাওয়া এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কঙ্কণা৷
ছবিটিতে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এলএ/পিআর