৮৬ বছরে লতা, রুনার শুভেচ্ছা
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন ২৮ সেপ্টেম্বর। আজ সোমবার তিনি ৮৬ বছরে পা রাখলেন। প্রিয় এই শিল্পীর সুন্দর দিনে শুভেচ্ছা আর ভালোবাসায় তাকে সিক্ত করছেন ভক্ত-শ্রোতারা।
তাদের ভিড়ে হাজির হলেন গানের আরেক কিংবদন্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গেল রোববার সন্ধ্যায় রুনা নিজের ফেসবুকে লতাজিকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকর দিদি। সৃষ্টিকর্তা তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দেবে, এই কামনা রইলো।’
ব্যক্তিগতভাবে রুনা লায়লার সাথে দারুণ সখ্যতা রয়েছে লতা মঙ্গেশকরের। বাংলাদেশের এই শিল্পীকে বিশেষ স্নেহ করেন লতা। প্রায় চার বছর আগে এক সন্ধ্যায় মুম্বাইয়ে পেডার রোডে তার বাসা প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রুনা। সঙ্গে ছিলেন চিত্রনায়ক আলমগীর।
প্রসঙ্গত, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। সাত দশকেরও বেশি সময় ধরে এক হাজারের বেশি ভারতীয় ছবির জন্য গান গেয়েছেন গুণী এই শিল্পী। অনেক গান করেছেন বাংলায়ও। ভারতের ২০টি আঞ্চলিক ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড তারই দখলে।
শুধু বাংলা বা হিন্দি নয় এখনও পর্যন্ত ৩৬ টি ভাষায় গান গেয়েছেন তিনি। ধ্রুপদী থেকে রোমান্টিক,গজল,ভজন-গানের প্রতিটি ধারায় তার স্বচ্ছন্দ বিচরণ-সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে আপামর সংগীত পিপাসুদের।
১৯৭৪ থেকে ১৯৯১ পর্যন্ত বিশ্বে সর্বাধিক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেয়া হয় তাকে৷ জাতীয় পুরস্কার পেয়েছেন ৩ বার, ফিল্মফেয়ার পুরস্কার চারবার৷ এছাড়া পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, রাজীব গান্ধী পুরস্কারসহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷
এলএ/পিআর