গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কিংবদন্তি নির্মাতা সি.বি. জামান
কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান গুরুতর অসুস্থ। তাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) আনুমানিক ৯.৩০টায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে দেখার পর স্ট্রোক সেন্টারে স্থানান্তর করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক আত্মীয়র বাসায় বেড়াতে যান এই নির্মাতা। সেখানে হঠাৎ অসুস্থবোধ করায় তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তার উচ্চরক্তচাপজনিত সমস্যা ধরা পড়ে। পরে তাকে স্টোক সেন্টারে রাখা হয়।
বর্তমানে তিনি ডা. ব্রিগে. জেনারেল (অব.) এ.বি.এম সাইদ হোসেন ও ডা. লে. কর্ণেল গোলাম কাওনাইনের তত্বাবধানে রয়েছেন।
বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন চিকিৎসকদ্বয়।
সি বি জামানের একমাত্র পুত্র এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সি. এফ. জামান সকলের কাছে তার বাবার আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত থেকে বিখ্যাত কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। যার মধ্যে ঝড়ের পাখি, উজান পাখি, পুরস্কার, কুসুম কলি ইত্যাদি উল্লেখযোগ্য।
সর্বশেষ ৩০ বছরের বিরতি কাটিয়ে কিছুদিন আগে ‘এডভোকেট সুরাজ’ নামক নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়ে আবারো আলোচনায় আসেন তিনি। যে চলচ্চিত্রে বলিউডের পূজা চোপড়া, হলিউডের একজন নায়িকাসহ ৭/৮টি দেশের জনপ্রিয় শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন বলে জানা গেছে।
এলএ/এমকেএইচ