বলার মতোই যাত্রা হলো নুসরাত ফারিয়ার


প্রকাশিত: ০৮:২২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘আশিকি’। আবদুল আজিজ ও অশোক পতির এই ছবি দিয়েই ছোট পর্দা থেকে বড় পর্দায় যাত্রা শুরু হলো জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার।

তবে সাফল্যের বিচারে সেই যাত্রা খুব একটা জমকালো কিংবা স্বরণীয় হলো না। গেল শুক্রবার থেকে এই চারদিনে ছবির ব্যবসা বলতে লগ্নির টাকা উঠে আসার ভরসাই মিলছে। এর বেশি কিছু নয়। যতোটা গর্জেছিলো ‘আশিকি’ ঠিক ততোটা বর্ষাতে পারছে না আর্থিক সাফল্যের বিচারে।

তবে অভিনয়ের জায়গায় দশে আট পাবেন নুসরাত ফারিয়া। দর্শকরা তাকে বড় পর্দার নায়িকা হিসেবে লুফে নিয়েছেন। সেটি বুঝা গেল সিনেমা হলের পর্দায় ফারিয়ার প্রথম উপস্থিতিতে দর্শকের হাততালি-শিস আর দেশজুড়ে গেল তিনদিনে সিনেমা হলগুলোতে আশিকির হাউজফুলের খবরে। ফারিয়ার পাশাপাশি দশে পাঁচ থেকে শুরু করে সাত পর্যন্ত দেয়া যেতে পারে ছবির গল্প, লোকেশন ও গানগুলোকে।

এদিকে নিজের প্রথম ছবিতে সাড়া পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত ফারিয়া। তিনি বলেন, ‘প্রথম ছবি হিসেবে অনেক ভয় ও সংশয় কাজ করেছিল। পরবর্তীতে ছবিটি প্রথম কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকদের ভালো রেসপন্স আমার মধ্যে আত্মবিশ্বাস ও আশার আলো জুগিয়েছিল। তবুও এ দেশের দর্শক আমাকে প্রথমবার বড় পর্দায় দেখছেন। তারা আমাকে কীভাবে গ্রহণ করেন এই নিয়ে অনেক টেনশান কাজ করছিলো। কিন্তু দর্শকরা আমাকে হতাশ করেননি। তাদের কাছে আমার অভিনয় প্রশংসিত হয়েছে, তারা ভালোভাবে আমাকে গ্রহণ করছেন। আমি আমার প্রতিটি দর্শক ও ভক্তের কাছে কৃতজ্ঞ। আশা করছি, প্রথমবারের ভুল ত্রুটি কাটিয়ে পরবর্তীতে আরো ভালো ছবি ও অভিনয় উপহার দিতে পারব।’

অন্যদিকে চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, আর্থিক সাফল্যের কথা বলতে গেলে ‘আশিকি’কে পিছিয়ে রাখতে হবে বদিউল আলম খোকনের ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ থেকে। তবে শাকিব খান, অপু বিশ্বাস ও ববির মতো বড় তারকাদের ছবিটির সাথে ভারতের অঙ্কুশ ও নবাগতা নুসরাত ফারিয়া যে তাল মিলাতে পারছেন এই বেশ।

তারউপর শাকিবের ছবিটি তামিল ছবির হুবহু নকল বলে অভিযুক্ত ও সমালোচিত হচ্ছে। সেখানে সেরা ছবি হিসেবে ঈদের সাফল্যে বাহবা দেয়াই যায় ফারিয়ার আশিকিকে।

উল্লেখ্য, আশিকি ও রাজাবাবু ছাড়াও এই ঈদে মুক্তি পেয়েছে আরো দুটি ছবি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় গল্প নির্ভর এই দুটি ছবি হলো শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রার্থনা’ ও আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’।  

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।