ফোকফেস্ট জুড়ে ‘বিশ্বসুন্দরী’
আলোকিত চারপাশ। স্টেডিয়াম ভরা দর্শক সবাই গান শুনছেন। তবে শুধু গান আর সুরই নেই এখানে। আছে আরও অনেক কিছু। মাঠের চারপাশে আছে খাবারের দোকান ও নানা রকম বিজ্ঞাপনের সাইনবোর্ড ফেস্টুন।
ফোকফেস্টের মাঠে দেখা গেল বিশ্বসুন্দরী সিনেমার ফেস্টুন। সেখানে দেখা যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি ও সিয়াম আহমেদকে। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এখন চলছে ব্যতিক্রমী প্রচারণা।
সেই প্রচারণার অংশ হিসেবেই ঢাকার আর্মি স্টেডিয়ামে বিভিন্ন স্থানে রাখা হয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার।
চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরী-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
এমএবি/বিএ