ফেসবুক ব্যবহারে শাহরুখের পাঁচ পরামর্শ (ভিডিও)


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

দুই দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’সহ অনেক রোমান্টিক ছবিতে কাজ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাস্তব জীবনেও অনেক বেশি রোমান্টিক তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোটি ৫০ লাখ লাইক অতিক্রম করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফেসবুক পেইজ। আর এই মাইলফলক উদযাপন করতে গিয়ে ভক্তদের জন্য ফেসবুক ব্যবহারের পাঁচটি পরামর্শ দিয়ে বিশেষ ভিডিও পোস্ট করেছেন বলিউডের এই হিরো।

ভিডিওতে তিনি বলেন, ফেসবুকে আমার পেইজে দেড় কোটি লাইক পড়েছে। এটা অনেকটা আশ্চর্যের বিষয়। কেননা আমি ফেসবুকে আমার ভক্তদেরকে সময় দিতে পারি না।

এরপর বলিউড ম্যাগাস্টার বলেন, এই দিনে আমি আপনাদেরকে জীবনের শিক্ষণীয় কিছু বিষয় সম্পর্কে জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক ব্যবহারে শাহরুখের দেওয়া পাঁচ পরামর্শ :

Sarul-Khan
এক. লাইক : ভক্তদের উদ্দেশে বলিউড কিং বলেন, আপনার যেটা পছন্দ শুধু সেটাতেই লাইক দিন। এমনকি সেটা যদি আমার ছবি এবং স্টাটাসও হয়। আপনি যদি এটা করেন, তাহলে সফলতা আপনার পেছনে ছুটবে।

Sarul-Khan-2
দুই. বন্ধুত্বের অনুরোধ : এরপর বলেন, ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর আগে এমন একজন ব্যক্তিত্ব হওয়ার চেষ্টা করুন যাতে সবাই আপনার বন্ধু হতে চায়। কিন্তু এর মানে এই নয় যে, আপনাকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ন্যায় হতে হবে। শুধুমাত্র নিজের মতো হওয়ার চেষ্টা করুন।

Sarul-Khan-3
তিন. টাইমলাইন : বলিউডের এই মেগাস্টার বলেন ফেসবুকের টাইমলাইনের ব্যাপারে আরো সতর্ক হোন।

Sarul-Khan-4
চার. শেয়ার : ফেসবুকে আপনি  যদি একই বিষয় শত বার শেয়ার করেন তাহলে এটি সবার কাছে ভাল লাগবে না। এখানে আপনার সুখের অনুভূতি, ভালবাসা শেয়ার করুন।

Sarul-Khan-5
পাঁচ. স্টাটাস : বলিউড কিং বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টাটাস আপনার বাস্তব জীবনের স্টাটাস প্রতিফলিত করবে না। এরপরে ভক্তদের শুভকামনা জানান শাহরুখ।



এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।