নিউইয়র্কে কেমন চলছে ‘সাপলুডু’?

তোফাজ্জল লিটন
তোফাজ্জল লিটন তোফাজ্জল লিটন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

টিভি নাটকের দক্ষ নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’ নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ২৫ অক্টেবর। অ্যাকশান থ্রিলারধর্মী এই সিনেমার নায়ক অভিনেতা আরিফিন শুভ উপস্থিত ছিলেন ওই দিন সন্ধ্যা ৭টার প্রদর্শনীতে। কথা ছিলো প্রতিদিন ৪টি শো হবে সিনেমাটির। কিন্তু দর্শক খরায় এখন প্রতিদিন ৩টি শো চলছে।

‘সাপলুডু’ সিনেমাটি গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পায়। দেশের সিনেমা হলে ভালো সাড়া পেয়েছে এটি। নির্মাতা ও কলাকুশীদের প্রশংসা করেছে দর্শক।

বিজ্ঞাপন

তবে বিদেশের মাটিতে গিয়ে তেমন সুবিধা করতে পারেনি ‘সাপলুডু’। জামাইকা সিনেপ্লেক্সের বক্স অফিস কর্মকর্তা এ্যারোমাস বলেন, ‘গত শুক্রবারেও খুব বেশি টিকিট বিক্রি হয়নি। তবে শনিবার ও রোববার তুলনামূলক দর্শক বেশি ছিলো। সোমবারে আবারও দর্শক কমে গেছে। তাই প্রদর্শনী প্রতিদিন ৪টা হবার কথা থাকলেও ৩টা করতে বাধ্য হয়েছি।’

মঙ্গলবার জামাইকার অধিবাসী সিনেমা দেখতে আসা তরুণী সালমা শাওন বললেন, ‘আমি আরিফিন শুভর দারুণ ভক্ত। তার নাম শুনেই এসেছি সিনেমা দেখতে। কোনো দর্শক যদি না থাকতো তবুও আমি আমার এই বান্ধবিকে নিয়ে শুভর সিনেমাটি দেখতে আসতাম। তারিক আনাম খান, জাহিদ হাসান এবং সালাহউদ্দিন লাভলু অসাধরণ অভিনয় করেছেন সিনেমায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেশি দর্শক হলে সিনেমাটি দেখতে আরো ভালো লাগতো। এই সিনেমা যে নিউইয়র্কে প্রদর্শিত হচ্ছে তা এখানে কেউ জানে না। কোথাও কোনো পোস্টার লাগানো হয়নি, টিভি বা পত্রিকায় কোনো খবর বা বিজ্ঞাপন নাই। দর্শক আসবে কীভাবে ? ভালো করে প্রচারণা করা হলে দর্শক অবশ্যেই বেশি হতো। ’

সিনেমাটি দেখে ৪৮ বছর বয়সী নাট্যকর্মী মোজাম্মেল হক বলেন, ‘সিনেমাটিতে কিছু ত্রুটি আছে, তবু দেখে আমার ভালো লেখেছে। কারণ প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখলেই পয়সা উসুল হয়।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি আমেরিকায় প্রদর্শন করেছে বায়োস্কোপ ফিল্মস। শুভ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, রুনা খান প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।