দর্শকের প্রশংসাই সেরা পুরস্কার : শাহাদাৎ

মাসুম আওয়াল
মাসুম আওয়াল মাসুম আওয়াল , স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

শাহাদাৎ হোসেনের অভিনয়ের ক্যারিয়ারটা দীর্ঘদিনের। এক সময় শুধু মঞ্চেই অভিনয় করতেন তিনি। স্কুল জীবনেই মঞ্চ নাটকের সঙ্গে ভাব-ভালোবাসা তৈরি হয়। অভিনয়ের প্রতি প্রেম বয়সের সঙ্গে ক্রমেই বেড়েছে। এখনো অভিনয়কে কেন্দ্র করেই তার ধ্যান-জ্ঞান।

নিয়মিত মঞ্চনাটক, টিভি পর্দা থেকে রূপালি পর্দা সব খানেই নিজেকে মেলে ধরছেন সমানতালে।

নীরবে নিয়মিত কাজ করে যেতেই বেশি পছন্দ করেন তিনি। এবার নতুন খবর জানালেন শাহাদাৎ। এক মাস বিরতির পর আগামী মাসে আবারও মঞ্চে আসছে কামালউদ্দিন নীলু নির্দেশিত তার অভিনীত নতুন মঞ্চ নাটক ‘স্তালিন’। নাটকটির বাংলা ভাষান্তর করেছেন রায়হান আখতার। এ নাটকের স্তালিন চরিত্রে অভিনয় করছেন শাহাদাৎ হোসেন। নাটকটি প্রযোজনা করছে সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)।

জাগো নিউজকে শাহাদাৎ বলেন, “প্রায় আট বছর পর মঞ্চে নতুন নাটকে অভিনয় করেছি। সবশেষ ‘দ্য কমিউনিকেটর’ নাটকে অভিনয় করেছিলাম। ‘স্তালিন’ নাটকটির প্রথম শোয়ের পরে বেশ আলোচিত হয়েছিল। এরপর আরও হয়েছে। এখন নাটকটির শো করছি নিয়মিত। সেপ্টেম্বরে শেষ শো করেছি। আবারও আগামী ১৩ ও ১৪ নভেম্বর বেইলি রোডের মহিলা সমিতিতে স্তালিন নাটকটির শো করবো।”

থিয়েটারপ্রেমীদের মধ্য বেশ সুনাম এই অভিনেতার। ছোটপর্দায়ও নিজের অবস্থান তৈরি করেছেন। পেশাগত ব্যস্ততার কারণে যদিও এখন খুব কম নাটকেই অভিনয় করেন তিনি।

শাহাদাৎ হোসেন বলেন, ‘গল্প পছন্দ হলে তবেই সিঙ্গেল নাটকে অভিনয় করি। সামনে মাতিয়া বানু শুকু আপার একটা নাটকে অভিনয় করবো। এরই মধ্যে তাসমিয়াহ আফরিন মৌয়ের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি।’

হাতে কয়েকটি চলচ্চিত্র আছে বলেও জানান এই অভিনেতা। বর্তমানে শাহাদাৎ অভিনয় করছেন এনামুল করিম নির্ঝরের ‘বিষয়’ নামের একটি চলচ্চিত্রে ও প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রে।

শাহাদাৎ বলেন, ‘এ পর্যন্ত ৮টি চলচ্চিত্রে অভিনয় করেছি। আমার প্রথম সিনেমা ছিলো ‘আন্ডার কনস্ট্রাকশন’। তবে মুক্তি পাওয়া প্রথম সিনেমা প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’। সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘গহীন বালুচর’। এই ছবিটিতে অভিনয় করে তৃপ্তি পেয়েছি।’

বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শাহাদাৎ। অনেকেই দাবি করছেন, ছবিটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে উঠতে পারে এই অভিনেতার।

এই সম্ভাবনায় উচ্ছ্বসিত শাহাদাৎ। তিনি বলেন, “দর্শক যখন প্রশংসা করেন সেটাই সেরা পুরস্কার। আমরা শিল্পীরা সেই পুরস্কারের জন্য ছুটে চলি অবিরাম। দর্শক যখন বলেন এই কাজটি স্বীকৃতির যোগ্য তখন সাহস জন্মায় বুকের মধ্যে। ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল। আমি সৌদের লেখা ভীষণ পছন্দ করি।”

প্রত্যেকটা চরিত্রে একটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করে সে। পর্দায় উপস্থিতি কম হোক কিংবা বেশি হোক সেই চরিত্রটির একটা পরিণতি থাকে। সে এতো দারুণভাবে চরিত্র বুঝিয়ে দেয়, অভিনয়ের বেশিরভাগ প্রস্তুতি তখনই হয়ে যায়। সে কারণেই হয়তো ‘গহীন বালুচর’ ছবির চরিত্রটি দর্শক বেশি পছন্দ করেন। আমাকে অনেকেই বলেন সেটা। এখনো রাস্তায় অনেক দর্শক দেখলে ছুটে আসেন। ‘গহীন বালুচর’ ছবির স্মৃতিগুলো ফিরিয়ে দেন।

বর্তমানে বদরুল আনাম সৌদ ও অরণ্য আনোয়ার পরিচালিত দুটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন শাহাদাৎ। মঞ্চ নাটক, ‘সিসিমপুর’, এবিসি রেডিওর কথাবন্ধু হিসেবেও তিনি বেশ পরিচিতি পেয়েছেন। আলোচিত হয়েছিলেন বিল্টু মামার কাণ্ডকীর্তি নাটকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করে।

হালুম, ইকরি, শিকু আর টুকটুকিদের সঙ্গে সিসিমপুরে বাহাদুর চরিত্রটি করতেন শাহাদাৎ। থিয়েটার ফর চিলড্রেনের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। তার নাট্য দলের নাম ‘সেন্টার ফর এশিয়ান থিয়েটার’, কেউ কেউ সংক্ষেপে বলে ক্যাট।

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।