চিত্রনায়িকা মাহির জন্মদিন আজ
জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে ঢালিউডে পা রাখেন মাহিয়া মাহি। সিনেমাটি তাকে খ্যাতি এনে দেয়। এরপর থেকে বেশ কিছু ছবি দিয়েই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, আপন গতিতে ছুটছেন ঢালিউডের এ নায়িকা।
আজ মাহির জন্মদিন। ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের আদরের মেয়ে মাহি ছোটবেলা থেকেই সংস্কৃতির বলয়ে নিজেকে সম্পৃক্ত করেন। তারই বিকাশ ঘটে ২০১২ সালে, চলচ্চিত্রের নাম লিখিয়ে।
প্রসঙ্গত, ৭ বছরের ক্যারিয়ারে মাহি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মাহি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।
একে একে মাহি উপহার দিয়েছেন অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসা, অনেক সাধের ময়না, অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, দেশা দ্য লিডার , ঢাকা অ্যাটাক' ও ‘জান্নাত’র মতো সফল চলচ্চিত্র।
২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সবশেষ মাহি অভিনীত ‘অবতার’ ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকরা দেখেছেন। সম্প্রতি রায়হান রাফির স্বপ্নবাজি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আগামী ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
এমএবি/পিআর