কুমিল্লায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

কর্মস্থল থেকে নিখোঁজের তিনদিন পর কুমিল্লায় ছামিউম বাছির (৪৫) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে জেলার হোমনা থানা পুলিশ তিতাস নদীর বাঘসিতারামপুর এলাকা থেকে ওই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

হোমনা থানা পুলিশের ওসি আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়,  জেলার মুরাদনগর উপজেলার গ্রামীণ ব্যাংকের রামচন্দ্রপুর দক্ষিণ কেন্দ্র ব্যবস্থাপক ছিলেন ছামিউম বাছির। গত রোববার অফিস শেষে তিনি নিখোঁজ হয়। পরদিন তিনি অফিসে না ফেরায় এ বিষয়ে মুরাদনগর থানায় ওই ব্যাংকের ম্যানেজার আবদুল মোমিন সাধারণ ডায়েরি করেন। এতে নিখোঁজ ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৪৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এদিকে বুধবার দুপুরে তিতাস নদীর মুরাদনগর সীমান্তবর্তী হোমনা থানার চান্দেরচর ইউনিয়নের বাঘসিতারামপুর এলাকায় তার লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

ব্যাংকের এরিয়া ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, নিহত ছামিউম বাছিরের সঙ্গে তাদের ব্যাংকের হিসাবের গড়মিল রয়েছে, তাই তার বিরুদ্ধে থানায় বিধি মোতাবেক জিডি করা হয়েছিল। কিন্তু, তাকে এভাবে কারা হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। নিহত ওই ব্যাংক কর্মকর্তা বুড়িচং উপজেলার পূর্নমতি গ্রামের আবু তাহেরের ছেলে।

হোমনা থানার পুলিশের ওসি আবুল ফয়সাল জানান, ওই কর্মকর্তা মুরাদনগরের যে ব্যাংকে চাকরি করতেন সেখানে তদন্ত করতে তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছেন।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।