ব্যাংকার্স সিলেকশন কমিটি পুনর্গঠন
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সংক্রান্ত ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।
সোমবার এক প্রজ্ঞাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটি পুনর্গঠন করেছে বলে সূত্র জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির চেয়ারম্যান থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এছাড়া সোনালী, জনতা, অগ্রণী, রূপালি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এর প্রধান নির্বাহীরা এর সদস্য হিসেবে থাকবেন।
কমিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে।
তবে সবক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চাকরিবিধিমালা পরিপালন করে তাদের দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক কমিটিতে সাচিবিক সহায়তা দিবে।
এসএ/একে/আরআইপি