সুপারহিরো হয়ে আসছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯

দেশে দেশে অনেক সুপারহিরোই দর্শকদের মন ভরিয়েছে। পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। সেই তালিকায় হলিউডই এগিয়ে। সেই সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক; অনেক নাম।

বলিউডে টিভি সিরিজে জনপ্রিয়তা পেয়েছে শক্তিমান। এরপর সিনেমায় ‘কৃষ’ হয়ে হিন্দি সিনেমার দর্শকের মন রাঙিয়েছেন হৃত্বিক রোশান। বাংলাদেশের সিনেমাতেও সুপারম্যান হয়ে অভিনেতা ড্যানি সিডাক হাজির হয়েছেন। তবে গ্রাফিক্সের দুর্বলতায় সেটি সমাদৃত হয়নি।

এবার সুপারহিরো হয়ে আসছেন চিত্রনায়ক আরিফিন শুভ। আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর সুপারহিরোর সাজে এফডিসিতে শুটিংও করছেন তিনি। তবে এটি কোনো সিনেমার জন্য নয়। একটি স্যুপের বিজ্ঞাপনে প্রথমবারের মতো সুপারহিরো হিসেবে দেখা যাবে শুভকে।

এই নায়ক বলেন, ‘নর স্যুপের বিজ্ঞাপনটি বিশাল আয়োজনে নির্মাণ করছে অ্যাডকম। এখানে পরিচালক ৩০ জন, সহকারী পরিচালক আছে ৮০ জন। বলা চলে আমরা সবাই পরিচালক। তবে টিভিসিটি নির্মাণ হচ্ছে লাফিং এলিফ্যান্ট প্রেডাকাশনের ব্যানারে।

তবে কাজটি আমি করছি এর গল্পটি পছন্দ হয়েছে বলে। বেশ মজার একটি গল্প। যেখানে আমি সুপারহিরো। রান্না করে স্যুপ বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। সবার ক্ষুধা মেটাচ্ছি। বিজ্ঞাপনটির স্লোগানই হলো ‘ক্ষিধের জ্বালা স্যুপে মিটাও’। আমি সুপারহিরো সবার ক্ষিধা মেটাবো। বেশ ইন্টারেস্টিং।’

শুভ জানান সর্বশেষ দেড় মাস আগে ওয়ালটনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সেখানে তার সহকর্মী ছিলেন মাসুমা রহমান নাবিলা।

এদিকে ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন। শুভ সমিতির একজন সদস্য। তাকে নির্বাচনে আসতে কোনো প্রস্তাব দেয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এত সময় কই যে নির্বাচন করবো। আমি এসব নিয়ে কথা বলতে চাই না।’

‘দেশে থাকলে ভোট দিতে পারতাম। কিন্তু আমি মিস করবো। আমেরিকায় যাচ্ছি পরশুদিন ( ১৭ অক্টোবর)। সাপলুডুর প্রিমিয়ার আছে তাতে অংশ নেবো। ফিরবো ৫ নভেম্বরে।’ ভোট দিতে যাবেন তো? এমন প্রশ্নের জবাবে উত্তর দিলেন শুভ।

বর্তমানে শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখানে তাকে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর বিপরীতে। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘খুব দ্রুতই ছবিটির ফার্স্ট লুক প্রকাশ হবে। আশা করছি দর্শকের ভালো লাগবে। ‘সাপলুডু’-কে তারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আশা করছি ‘মিশন এক্সট্রিমও তাদের ভালো লাগবে। ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় ছবি। অনেক উপভোগ্য একটি সিনেমা হয়েছে। ২০২০ সালে এটি মুক্তি পাবে। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি।’

বর্তমানে নতুন কোনো ছবির কাজ নেই বলে জানালেন আরিফিন শুভ। মজার ছলে শুভ’র ভাষ্য, ‘মিশন এক্সটিম ছাড়া কোনো নতুন কাজ নেই। আমি বেকার। কী হবে এত কাজ করে।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।