ভারতের রাষ্ট্রপতি ভবনে চিরকুট
ভারতের রাষ্ট্রপতি ভবনে গান পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ইতোমধ্যে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে চিরকুটকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে এ ধরনের আমন্ত্রণ পেয়েছিল ব্যান্ড এলআরবি।
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকাল সুমী জানান, ভারতীয় দূতাবাস থেকে এ আমন্ত্রণপত্রটি পেয়েছেন তারা। আগামী ৫ নভেম্বর নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানটি হবে। এতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর পরিবার ও ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সুমী আরও জানান, নয়াদিল্লির পুরান কেল্লায় ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসব। ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ আয়োজিত এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে চিরকুট।
উৎসবে আরও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ভুটান, কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও নেপালের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড। উল্লেখ্য, চলতি বছরেই জাতিসংঘের অনুষ্ঠানে গান করেছে চিরকুট ব্যান্ড।