বেনাপোলে ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

বেনাপোল বাজার থেকে ১ কেজি ৬শ গ্রাম ওজনের ১৬ পিস স্বর্ণের বারসহ হানেফ আলী (৩৫) নামের এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক হানেফ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের সহর আলীর ছেলে। তিান বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ছিল। বর্তমানে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেশ কিছু স্বর্ণের বার নিয়ে এক চোরাচালানি সড়ক দিয়ে সীমান্তের দিকে যাবে। এ সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে যুবককে আটক করে বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে তার পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আটক হানেফ আলীকে জিজ্ঞাসাবাদ শেষে পোর্ট থানায় সোপর্দ করা হবে।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।