দিনাজপুরে পিস্তলসহ গ্রেফতার ২


প্রকাশিত: ১০:১৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরের পার্বতীপুরে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার ভোরে উপজেলার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর গ্রামের মৃত মতিলাল দাসের ছেলে রতন দাস (৩৬) ও বাবুপাড়া এলাকার আতিয়ার রহমান তালুকদারে ছেলে লিটন ওরফে ন্যাশন্যাল লিটন (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাংলা মদ বিক্রির দোকানে অভিযান চালায়। এ সময় মদের দোকানের ম্যানেজার রতন দাসের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

পরে তার দেয়া তথ্যানুয়ায়ী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বতীপুরের বেলাইচন্ডি এলাকা থেকে লিটন ওরফে ন্যাশন্যাল লিটনকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ডিএডি নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

অপর আরেক আসামি মৃত বিলাস বাঁশফোড়ের ছেলে রংলাল বাঁশফোড় (৪২) পলাতক রয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরির্দশক আব্দুস সালাম জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।