মাসব্যাপী শাহরুখ খানের জন্মোৎসব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১০ এএম, ০৩ অক্টোবর ২০১৯

বলিউডের বাদশা তিনি। কেউ বলেন রোমান্স কিং, কেউ ডাকেন বলিউডের খানদের কিং। তিনি শাহরুখ খান। পর্দায় যার উপস্থিতি দুই দশকেরও বেশি সময় ধরে কোটি কোটি দর্শককে মুগ্ধ করে যাচ্ছে।

দুনিয়াজোড়া তার ভক্ত। সেইসব ভক্তদের পাগলামির অনেক নজির এরমধ্যে পাওয়া গেছে। এবার নায়কের জন্মদিনকে কেন্দ্র করে আরও একবার ভালোবাসা নিয়ে হাজির তারা।

আসছে ২ নভেম্বর কিং খানের জন্মদিন। এবার ৫৪ বছরে পা রাখবেন তিনি। জন্মদিনের মাস খানেক আগেই শুরু হয়ে গেছে উৎসব।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে #১মান্থফরএসআরকেডে দিয়ে শাহরুখ খানের প্রশংসা ও ভালোবাসা দেখিয়ে তার বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ও পোস্টার শেয়ার করা শুরু করে দিয়েছেন তার ভক্তরা।

জানা গেছে, আগামী এক মাস এই হ্যাশ ট্যাগ দিয়ে শাহরুখ খানকে জন্মদিনের শুভকামনা জানাবেন ভক্তরা।

নয়াদিল্লিতে তাজ মোহাম্মদ খান ও লতিফ ফাতিমা দম্পতির সংসারে শাহরুখের জন্ম ১৯৬৫ সালে ২ নভেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তার বাবা সক্রিয় ভূমিকা রাখেন। মা ছিলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শাহ নওয়াজ খানের দত্তক কন্যা। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভারতের জাতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন শাহ নওয়াজ। শাহরুখের বড় বোনের নাম শেহনাজ।

শাহরুখ পড়াশোনা করেন নয়াদিল্লির সেন্ট কলাম্বা’স স্কুলে। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

১৯৮০ সালে একটি টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে শোবিজে পা রাখেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে। ‘ডর’-এ ভিলেন চরিত্রে অভিনয় করেন দারুণ জনপ্রিয়তা পান কিং খান। তবে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেন ‘বাজিগর’-এ অভিনয় করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই সুপারস্টারকে।

এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।