মুখ্যমন্ত্রীর গানে পরমব্রত-নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০২ অক্টোবর ২০১৯

‘উৎসবের অঙ্গণে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভলোকে আজ আলোকিত মন’ এমনই কথার এক পুজোর গান লিখেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারদীয় দূর্গা পুজা উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি।

মমতার লেখা এই গানটি সুর করেছেন গানটির সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের ভিডিতে দেখা যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায় ও নায়িকা নুসরাতসহ এক ঝাঁক তারকা।

সুরুচি সংঘের এই পুজার থিম সংটিতে দেখানো হয়েছে একটি বাড়ির পুজোর উৎসব। যেখানে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের আমন্ত্রণ রয়েছে। গানে গানে সেই উৎসবে মেতে উঠেছেন সবাই।

মন্ত্রী হলেও গান বাজনা, ছবি আঁকা এই বিষয়গুলিতেও বিশেষ আগ্রহ দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বরাবরই সংস্কৃতি বান্ধব তিনি। তাই পুজা উৎসবে এবার তিনি একটি থিম সং লিখলেন তিনি।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।