নতুন গান নিয়ে আসছেন ন্যান্সি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০১ অক্টোবর ২০১৯

মধুকণ্ঠী গায়িকা নাজমুস মুনীরা ন্যান্সি। বহু গান তার দর্শকের মন ভরিয়েছে। হয়েছে শ্রোতানন্দিত। সিনেমা ও অডিওতে নিয়মিত তিনি এখনো গাইছেন।

ধারাবাহিকতায় আবারও একটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনক। নতুন এক শিল্পীর সাথে ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন ন্যান্সি।

গতকাল ধানমন্ডিতে রাজন সাহার স্টুডিও জয়া’তে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। এতে ন্যান্সির সাথে কন্ঠ দিয়েছেন নবাগত শিল্পী ইউসুফ রিয়াদ।

মুহাম্মদ শহিদুর রহমান এর কথায় 'ধীরে ধীরে’ শিরোনামে গানটির সুর করেছেন এন এইচ সিহান, সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা।

Nancy-2

গানটি নিয়ে ন্যান্সি বলেন, 'অমি নতুন শিল্পীদের সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি। নতুনরা আমাকে সম্মান করেন সেই সম্মান আমিও তাদেরকে দেয়ার চেষ্টা করি। এছাড়া নতুন শিল্পী বিষয় না আমার কাছে, আগে আমি দেখি গানটা কেমন, এর পরে আমি সিদ্ধান্ত নেই গানটা গাইবো কি না।

'ধীরে ধীরে’ গানের কথা ও সুর অসাধারণ হয়েছে। এছাড়া অসাধারন মিউজিক কম্পোজিশন করেছেন রাজন সাহা দাদা। দাদার সাথে প্রথম কাজ। আশা করি শ্রোতাদের খুব পছন্দ হবে।'

গানটি নিয়ে রাজন সাহা বলেন,‘ন্যান্সির গানের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। আশা করি সামনে আরো কাজ হবে ন্যান্সির সাথে।’

রাজন সাহা জানান, শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।