পিছিয়ে গেলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পিছিয়ে গেলো। আগামী ১৮ অক্টোবরের পরিবর্তে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এবার শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ প্রয়োজনেই এক সপ্তাহ নির্বাচন পিছিয়েছেন তিনি। জায়েদন খান জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি নিতে তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।

অন্য প্যানেলে থাকবেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও ছোট-বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। এর বাইরেও একটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা না দেওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।