লাকী আখান্দের অপ্রকাশিত গান
বাংলাদেশের কিংবদন্তী সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক লাকী আখান্দ। তার সুরে অনেক গান বিখ্যাত হয়ে আছে। অনেক শিল্পী তার সুরে পেয়েছেন জনপ্রিয়তা। তিনি আজ নেই। তবু তিনি ফিরে ফিরে আসেন তার সৃষ্টি সুরের গানে।
লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত একটি গান ‘ফুল ফোটাবো’। এটি প্রকাশ হয়েছে। গোলাম মোর্শেদের কথায় ফুয়াদ নাসের বাবুর সংগীতে গানটি আসছে সাব্বির ও নাসার কণ্ঠে।
সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে জিপি মিউজিকের ব্যানারে। আসছে বৃহস্পিতিবার, ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ হবে সাব্বিরের ফেসবুক ফ্যান পেইজ- www.facebook.com/sabbirnasiroriginal - এ।
গানটি সম্পর্কে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘২০০১ সালে লাকী ভাইকে সঙ্গে নিয়ে লেখা এই গান। এতদিন গানটি বাক্সবন্দী হয়েই ছিলো। গানটি যখন বাক্স থেকে বের করে দিলাম, সেই বাক্স থেকে নিয়ে ‘সাব্বির ও নাসা’ যেভাবে গাইলো, মানে গানটিতে যে ভাবে প্রাণ দিলো আমার খুব ভালো লেগেছে।’
অন্যদিকে গানটির কম্পোজার ফুয়াদ নাসের বাবু বলেন, ‘গোলাম মোর্শেদ ভাই যখন উনার একটা গানের কথা বললেন, লাকী আখান্দের সুর করা যা অপ্রকাশিত ছিল- আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। লাকী আখান্দের গান বলে কথা! সাব্বির নাসির ও নাসা চমৎকার গেয়েছেন গানটি। শ্রোতাদের ভালো লাগবে।’
ভিডিওটি নির্মিত হয়েছে চলন্ত ট্রেন ও সিলেটের বিভিন্ন আকর্ষণীয় জায়গায়। দুই দিনব্যাপী শুটিং হয়েছে। সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্বে ছিলো ডিরেক্টর ফাহিন আরেফিন ইভান।
এলএ/এমকেএইচ