কেমন জমলো রোহান-মিমের রসায়ন?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গেল ২১ সেপ্টেম্বর শেষ হয়েছেন সিনেমাটির শুটিং। কোন নতুন জুটিকে ক্যামেরার সামনে হাজির করা মানেই একটা বড় চ্যালেঞ্জ।

‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি হিসেবে কেমন অভিনয় করেছে রোহান-মিম। কেমন জমেছে তাদের রসায়ন। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে দর্শক মাতিয়ে ছিলেন রায়হান রাফী। সেই দুটি সিনেমায় ছিল জাজ মাল্টি মিডিয়ার বড় বাজেটের সিনেমা। এবার অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পরাণ’ সিনেমা দিয়ে কী দর্শকের মন কাড়তে পারবেন পরিচালক।

রোহান-মিমের জন্যও এটা বড় একটা চ্যালেঞ্জ। প্রথমবার জুটি হয়েছেন তারা। দর্শকের মন ভরাতে পারবেন তো! শিল্পীদের জন্য প্রত্যেকটা নতুন কাজই একেকটা নতুন চ্যালেঞ্জ। জাগো নিউজের কাছে নির্মাতা শোনালেন ‘পরাণ’ সিনেমার শুটিংয়ের পেছনের গল্প।

রায়হান রাফী বলেন, ‘পরাণ সিনেমার শুটিং শেষ করে আসলাম কয়েক দিন আগে। দারুণ সব লোকেশনে টানা ২৯ দিন শুটিং করেছি। গত ২১ সেপ্টেম্বর শেষ হয়েছে শুটিং। সব মিলিয়ে এবারের কাজের অভিজ্ঞতাও অনেক ভালো। আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো শুটিং হয়েছে । ‘পোড়ামন টু’ বানানোর পর অন্যরকম একটা আত্মবিশ্বাস কাজ করেছিলো মনে। মুক্তির আগেই মনে হয়েছিল সিনেমাটি হিট হবে। ‘পরাণ’ও আমার সেরা একটা ছবি হবে বলে বিশ্বাস করি।’

MIMI-1

রায়হান রাফী আরও বলেন, ‘আমি রোমান্টিক সিনেমার মাধ্যমেই সিনেমায় যাত্রা শুরু করেছি। সিয়াম-পূজা নতুন জুটিকে দিয়েই শুরু করেছিলাম যাত্রা। সেখানে সফল হয়েছি। রোহান ও মিম পৃথকভাবে সিনেমায় অভিনয় করলেও প্রথম জুটি হলেন তারা। আবার একটা নতুন জুটি বানালাম।

শুটিং শেষ, আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এক নিখাঁদ রোমান্টিক গল্পের সিনেমা দেখবেন, নতুন একটা জুটিকে দেখবেন। বিদ্যা সিনহা মিমকে যেভাবে আমরা দেখাতে চেয়েছি, এর আগে এইভাবে মিমকে কেউ দেখেনি। মিমি-ইয়াশ জুটির রসায়ন দর্শক উপভোগ করবেন।’

এই সিনেমায় দেখা যাবে আরও এক মডেল ও অভিনেতা শরিফুল ইসলাম রাজকে। তিনিও অনেক ভালো অভিনয় করেছেন বলেই জানালেন নির্মাতা। রাফী জানালেন, বর্তমানে ভারতে ‘পরাণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

মিমকে সর্বশেষ ‘সুলতান’ সিনেমায় দেখা গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটি। এদিকে ইয়াশকে দর্শক দেখেছেন ‘স্বপ্নজাল’ ও ‘মায়াবতী’ সিনেমায়। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ মুক্তির অপেক্ষায় আছে। ‘পরাণ’ তার তৃতীয় সিনেমা।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।