শ্রীলঙ্কার ফিল্ডিং পাকিস্তানের চেয়েও খারাপ
শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ জেরোমে জয়ারতে তার দলের ফিল্ডিংকে ‘এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায় এমনকি বর্তমানে পাকিস্তানের চেয়েও তার দলের ফিল্ডিং খারাপ।
ইএসপিএনক্রিকইনফো ওয়েবসাইটকে জয়ারতে বলেন, `বর্তমানে ফিল্ডিংয়ের দিক থেকে আমরা সবচেয়ে খারাপ। আমরা অন্তত কখনো পাকিস্তানের চেয়ে পিছিয়ে ছিলাম না। তবে আমরা এখন তাদের চেয়েও পিছিয়ে আছি।`
শ্রীলঙ্কার চেয়ে ভাল ফিল্ডিং সাউড হিসেবে ভারত নিজেদের প্রমাণ করেছে, এমনকি বাংলাদেশের ফিল্ডিংও অনেক ভাল বলে স্বীকার করেন মারভান আতাপাত্তুর স্থলাভিষিক্ত হওয়া ৪৯ বছর বয়সী জয়ারতে।
জয়ারতে বলেন, `বোলিং ছাড়া অন্য যা একটি দলকে একত্রিত করে সেই ব্যাটিং, ফিল্ডিং এবং ফিটনেস আমাদেরকে ডুবিয়েছে। ফিটনেসের উন্নতি করতে অনেক কিছু করতে হবে। যেভাবে আমাদের ছেলেরা ফিল্ডিং করছে তাতে মনে হয় তারা অতিরিক্ত ওজন বহন করছে এবং এটা আমাদের জন্য লজ্জাজনক।`
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে মেইন খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট সময় সীমা বেধে দিয়েছেন।
এমআর