বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শুরু ২৭ নভেম্বর


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৩ অক্টোবর ২০১৪

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৭ নভেম্বর থেকে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ-২০১৪’। ৫ দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশসহ উপমহাদেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার সকালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মাছারাঙা টেলিভিশনের সিইও ফাহিম মোনায়েম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, ডেইলিস্টারের বিনোদন সম্পাদক সাদিয়া আফরিন ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে বাংলাদেশের ২৬ জন শিল্পী মূল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।তাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে থাকবেন আরও ১৯ জন। সদ্য প্রয়াত পণ্ডিত রামকানাই দাসের ছাত্রী সুপ্রিয়া দাশ একক সংগীত পরিবেশন করবেন। এছাড়া ময়মনসিংহের ওস্তাদ মিথুন দের নাতি নিশিত দে একক সেতার বাদন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অসিত রায় একক ধ্রুপদ পরিবেশন, অমিত চৌধুরী একক ভরত নাট্যম পরিবেশন, রাজশাহীর ওস্তাদ রবিউল হোসেনের ছেলে স্বরূপ হোসেন একক তবলা বাদন ও মনিরুজ্জামান বাঁশি বাদনে অংশগ্রহণ করবেন।

দলীয় তালবাদ্য পরিবেশন করবেন এনামুল হক ওমরসহ গৌতম সরকার, মোহাম্মদ জাকির হোসেন ও বিশ্বজিৎ নট্ট। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে ভর্তির জন্য নির্বাচিত অভিপ্রিয় চক্রবর্তী, লতিফুন জুলিও, সুস্মিতা দেবনাথ শুচি, সঞ্জীবন সান্যাল, প্রিয়াঙ্কা দাস, শর্মিলা মজুমদার, মৌসুমী বিশ্বাস, গোল্ডেন মণ্ডল, সোনিয়া হোসেন, ফারাবি ইসলাম, সারথী মল্লিক, বিটু কুমার শীল, জাহিদুল ইসলাম, বিহাগ জামিল, বর্ষা মজুমদার এবং দেবযানি দাস প্রমূখ সংগীত পরিবেশন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।