ট্রেলারেই জমজমাট তারকাবহুল সিনেমা সাপলুডু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৯

নতুন ছবিতে জুটি বেঁধে হাজির হচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। রোমান্স ছড়িয়ে আবারও দর্শকের মন ভরাবেন তারা ‘সাপলুডু’ সিনেমায়।

আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ও দেশের বাইরের বিভিন্ন শহরে একযোগে মুক্তি পাচ্ছে গোলাম সোহরাব দোদুলের এ ছবি। বৃহস্পতিবার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। একইদিনে প্রকাশ হলো ছবির ট্রেলারও।

গোলাম সোহরাব দোদুল বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন। আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা উপহার দেয়ার চেষ্টা করেছি। সেই চেষ্টা খুব দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে। আমরা সবাই সিনেমাটি নিয়ে আশাবাদী।

দর্শকের আগ্রহের মুখে সিনেমাটির ৩ মিনিট ৪২ সেকেন্ডের একটি ট্রেলার মুক্তি দেয়া হয়েছে। যেখানে আভাস মিলেছে জমজমাট রহস্যে ভরা এক গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘সাপলুডু’।

গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। শুভ-মিমের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।