বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৩ অক্টোবর ২০১৪

বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় মাছ শিকারের সময় ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকা থেকে বুধবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আটকদের মংলা থানায় হস্থান্তর করা হবে।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী জানান, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ১৩ ভারতীয় জেলে মাছ শিকার করছিলেন। এ সময় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা ভারতীয় জেলেদের এফবি আবির নামে একটি ট্রলারসহ আটক করে।

প্রসঙ্গত, এর আগে তিন দফায় একই এলাকা থেকে ৪২ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে মামলা করা হয়। পরে তাদের বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।