সাত পর্বের নায়িকা দি হিরোইন


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

রহস্যময় কারণে কক্সবাজারের এক রিসোর্টে আত্মগোপন করে আছে নায়িকা আলিয়া চৌধুরী। তার সাথে পরিচয় হয় আরেক সন্দেহজনক চরিত্র সামিরের। একের পর এক মিথ্যে বলে আলিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলে সামি।

আলিয়াও বুঝতে পারে, সামি মিথ্যে বলছে। কিন্তু সেও জড়িয়ে পড়ে এই নামহীন সম্পর্কের জালে। রিসোর্টের আরেক অতিথি নবদম্পত্তি অনিক ও নেহা ঠান্ডা মাথার খুনি রাসুর খপ্পরে পড়ে হয়ে যায় দিশেহারা। এই দুটো গল্পের সুতো একই বিন্দুতে এসে মেশে যেখানে অনিবার্য হয়ে ওঠে সবার অনাকাংখিত উপলব্ধি।

এমনই কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ঈদের জন্য ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘নায়িকা দি হিরোইন’ নাটক। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনায় রোমান্টিক-থ্রীলার ধর্মী ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ ও বিজরী বরকতুল্লাহ। অন্যান্য চরিত্রে আছেন লুতফর রহমান জর্জ, সাঈদ বাবু, প্রভা, মুনিয়া, নিবেদিতা দাস প্রমুখ।

টম ক্রিয়েশনস’র ব্যানারে নির্মিত নাটকটি এশিয়ান টিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত  রাত ৮টা ৪০ মিনিটে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।